kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শুভসংঘের উপহার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

২৩ মে, ২০২০ ১৭:১৯ | পড়া যাবে ১ মিনিটেকুষ্টিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শুভসংঘের উপহার

কুষ্টিয়া সদর উপজেলার হাটসহরিপুরে শহীদ মাহামুদ হোসেন সাচ্চু অটিজম-প্রতিবন্ধী বিদ্যালয় ও কুষ্টিয়া শহরের হাউজিংএ কুষ্টিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১০০ ছাত্র-ছাত্রীদের হাতে কালের কণ্ঠ শুভসংঘ কুষ্টিয়ার উদ্যোগে আজ শনিবার সকালে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, দুধ ও সাবান। 

কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের তত্ত্বাবধানে এই সামগ্রী বিতরণের সময় শুভসংঘ জেলা কমিটির সভাপতি নীলিমা বিশ্বাস, সাধারণ সম্পাদক শম্পা আফরিন, নারীবিষয়ক সম্পাদক মর্জিনা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক যুথিকা রানী বিশ্বাসসহ শুভসংঘের অন্যান্য সদস্য এবং বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক যথাক্রমে লিখন আহম্মেদ ও আসমা মিরু ও হাটসহরিপুর ইউনিয়নের চেয়ারম্যান সম্পা মাহামুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে শুভসংঘের সদস্যদের নিজস্ব অর্থায়নে সমাজের সুবিধাবঞ্চিত এসব প্রতিবন্ধী ছেলেমেরা শুভসংঘের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত। তারা শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

মন্তব্যসাতদিনের সেরা