সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী পেল ঈদ উপহার। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বাবু নিজ অর্থায়নে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
শনিবার বেলা ১১টায় বিতরণ কাজের উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় তিনি বলেন, বাবু মেম্বর ৩০০ প্রতিবন্ধী শিশুকে ঈদ উপহার দিয়েছেন এজন্য তাঁকে ধন্যবাদ জানাই। দেশের ক্রান্তিকালে বাবুর মতো সামর্থ্যবানদের দুস্থের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ- সভাপতি বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মান্নান, প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মন্তব্য