kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

২৩ মে, ২০২০ ১৬:৪৪ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় তৌহিদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৌহিদ হোসেন (১৪) খড়কপুর-লাহারপুর গ্রামের বেনজির আহমেদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, সকালে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিল তৌহিদ হোসেন। এ সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিক্যাল যাওয়ার পথে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।  

মন্তব্যসাতদিনের সেরা