kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

ভালুকায় সাড়ে ছয় হাজার পরিবারের পাশে বিএনপি নেতা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ১৫:২৫ | পড়া যাবে ১ মিনিটেভালুকায় সাড়ে ছয় হাজার পরিবারের পাশে বিএনপি নেতা

করোনা পরিস্থিতিতে ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার সাড়ে ছয় হাজার অসহায়, হতদরিদ্র ও কর্মহীন পরিবারে ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী দিলেন পৌর বিএনপি নেতা মো. হাতেম খান। শনিবার দুপুরে পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার ৭৫০টি কর্মহীন অভাবী পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় কাউন্সিলর শাহাব উদ্দিন খান, শাজাহান খান, সজিব ও জাহাঙ্গীরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 

গত ১৪ মে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার ৮২০ কর্মহীন অভাবী পরিবারের ঈদ সামগ্রী তুলে তিনি তার ওই বিতরণ কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে পৌর সভার অন্যান্য ওয়ার্ডের ৬৫০০ অভাবী পরিবারে ওই ঈদ সামগ্রী বিতরণ করে। নিম্ন আয়ের অন্য ধর্মের মানুষেরাও ওই বিএনপি নেতার ঈদ সামগ্রী থেকে বাদ পড়েনি বলে জানা গেছে।

মো. হাতেম খান কালের কন্ঠকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদে অসহায়, হতদরিদ্র, কর্মহীন, অভাবী পরিবারে পাশে দাঁড়ানোর জন্যই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।’ 

মন্তব্যসাতদিনের সেরা