kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

নড়াইলে দুই ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ১৫:১৭ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলে দুই ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

গত বছর পাবনায় আত্মসমর্পন করা নড়াইলের দুই চরমপন্থীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে চেক বিতরণ করেন নড়াইল-০১ আসনের সংসদ  সদস্য কবিরুল হক মুক্তি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম, এনএসআই বিভাগীয় যুগ্ম পরিচালক একেএম মখলেসুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, এনএসআই নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ। 

এনএসআই তরফ থেকে জানানো হয়, ২০১৯ সালের ১৯ এপ্রিল পাবনা জেলার শহীদ আমিরউদ্দিন স্টেডিয়ামে দক্ষিন-পশ্চিম অঞ্চলের ৪৬৩ জন চরমপন্থী আত্মসমর্পন করেন। পর্যায়ক্রমে সকল জেলায় অর্থ প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে নড়াইলের কালিয়া উপজেলার মুরাদ শেখ ও শহীদ মিরান কে পুনর্বাসনের জন্য এই অর্থ প্রদান করে। এর মধ্যে শহীদ মিরানের পক্ষ থেকে তার স্ত্রী এই চেক গ্রহন করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সমাজে স্বাভাবিক জীবন যাপনে ফেরার পরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় এ সকল পরিবারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা