kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০২০ ১৪:২০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের। 

আক্রান্তদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩০০ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা