kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

ঘাটাইলে করোনায় আক্রান্ত প্যাথোলজিষ্ট, ১৩ বাড়ি লকডাউন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ০৯:১২ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইলে করোনায় আক্রান্ত প্যাথোলজিষ্ট, ১৩ বাড়ি লকডাউন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা (ডাবর) গ্রামের ইমরান হাসান নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পেশায় একজন প্যাথোলজিষ্ট। গতকাল শুক্রবার তার বাড়িসহ আশেপাশের ১৩টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, আক্রান্ত ব্যক্তি উপজেলার কাশতলা (ডাবর) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি নেত্রকোনা একটি প্রাইভেট ক্লিনিকে একজন প্যাথোলজিষ্ট হিসেবে কর্মরত। সেখানে অবস্থানকালে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নেত্রকোনাতে নমুনা প্রদান করে গ্রামের বাড়ি ঘাটাইলে চলে আসেন। পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন গত ২১ মে রাতে অবগত হয়। পরে প্রশাসন নিশ্চিত হয় যে তিনি তার নিজ বাড়িতে অবস্থান করছেন। 

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান তার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে আক্রান্ত রোগীর বাড়িসহ আশেপাশের ১৩টি বাড়ি লকডাউন করেন। পরে করোনা পজেটিভ ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা