kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

সিলেটে করোনার উপসর্গ নিয়ে সাবেক সিভিল সার্জনের মৃত্যু

সিলেট অফিস   

২৩ মে, ২০২০ ০৯:০৫ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে করোনার উপসর্গ নিয়ে সাবেক সিভিল সার্জনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন মারা গেছেন। 

শুক্রবার (২২ মে) রাত নয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শামসুদ্দিনে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত।

তিনি জানান, রাত নয়টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি আজ সকালেই হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুর আগেই নমুনা সংগ্রহ করা হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা