kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

রাঙামাটিতে করোনা শনাক্ত বেড়ে ৪৬

নতুন আক্রান্ত ৩

রাঙামাটি প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ০৯:০১ | পড়া যাবে ২ মিনিটেরাঙামাটিতে করোনা শনাক্ত বেড়ে ৪৬

রাঙামাটিতে বৃহস্পতিবার ৭৯টি রিপোর্টের সবগুলোই নেগেটিভ আসার ‘সাময়িক ¯^স্তি’ কাটতে না কাটতেই শুক্রবারে রাতে জানা গেলো আবারো উদ্বেগ আর উৎকন্ঠার পুরনো সংবাদ। মে মাস জুড়ে এই শহরে করোনা আক্রান্তের ঝুড়িতে যুক্ত হলো আরো তিনটি নাম,মধ্যরাতে পাওয়া খবরে। সবমিলিয়ে এখন পার্বত্য শহর রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬।

শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৫টি রিপোর্টের মধ্যে ৩টি পজিটিভ এবং ৪২টি নেগেটিভ এসেছে।

শুক্রবার আসা রিপোর্টে নতুন করে শনাক্ত তিন করোনা রোগির একজন রাঙামাটি শহরের এবং বাকি দুজন নানিয়ারচর ও কাউখালী উপজেলার। রাঙামাটি শহরের আক্রান্ত ব্যক্তি শহরের এ্যালায়েন্স হাসপাতালের কর্মী বলেও নিশ্চিত হওয়া গেছে।

নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

তিনি জানিয়েছেন, এই তিনজনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৬। এদের মধ্যে প্রথম আক্রান্ত ৪ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।

এর আগে ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ৪ জন। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন ,১৪ মে ১১ জন , ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে ৩ জন আক্রান্ত হন করোনায়।

মন্তব্যসাতদিনের সেরা