kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

চট্টগ্রামে নতুন ১৬১ জনসহ করোনা রোগী দেড় হাজার ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ মে, ২০২০ ০৮:০১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে নতুন ১৬১ জনসহ করোনা রোগী দেড় হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রামে আরো ১৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ১ হাজার ৪৭৯ জন। 

শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

জানা যায়, শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম  মেডিক্যাল কলেজ (চমেক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মোট ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ২৪৭টি, চমেকে ২০৯টি এবং সিভাসুতে ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এর মধ্যে যথাক্রমে ৩৭, ১০০ ও ২৪ জনসহ শুক্রবার মোট ১৬১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এসব আক্রান্তদের মধ্যে ১২৯ জন নগরের এবং ৩২ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। হাসপাতালে সুস্থ হয়ে বাসা বাড়ি গেছেন ১৪৬ জন।

মন্তব্যসাতদিনের সেরা