kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৮ জন করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২২ মে, ২০২০ ২২:০৭ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৮ জন করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার আসা নমুনা ফলাফলের রিপোর্টে ১৮ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ৮৮ জন করোনায় শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে নবীনগর উপজেলায় সাতজন, কসবা উপজেলায় পাঁচজন, আখাউড়া উপজেলায় দুজন, সরাইল উপজেলায় দুজন, আশুগঞ্জ উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন রয়েছে। তাদেরকে আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে ৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুজন মারা যায়। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ২১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২ হাজার ৭৫২ জনের ফলাফল পাওয়া গেছে। গত ১৭ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন। ছয় দিনে মধ্যে তা বেড়ে দাঁড়াল ৮৮ জন।

মন্তব্যসাতদিনের সেরা