kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

রানীশংকৈলে করোনা যুদ্ধে জয়ীদের ঈদ উপহার

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

২২ মে, ২০২০ ০৭:৩৩ | পড়া যাবে ১ মিনিটেরানীশংকৈলে করোনা যুদ্ধে জয়ীদের ঈদ উপহার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে করোনা যুদ্ধে জয়ী স্বাধীন মহুরি, আসিফ রানা ও মীম-এ তিনজনকে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা হিসাবে প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

জানা গেছে, করোনা যুদ্ধে জয়ী তিনজনের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা, সেমাই, চিনি, দুধ, চাল, ডাল দেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ তাদের বরণ করেন প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা, রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম, এম,ও (ডিসি) ডাঃ মোরশেদ প্রমুখ।

পরে জেলা প্রশাসক হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ২ জন করোনা রোগীর জন্য উপহার হিসাবে ফলমুল ও শুকনো খাবার প্রেরণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা