kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

চট্টগ্রামে সহকারী কমিশনার পুলিশ সাংবাদিকসহ ৭৫ করোনারোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ মে, ২০২০ ০৮:০৭ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে সহকারী কমিশনার পুলিশ সাংবাদিকসহ ৭৫ করোনারোগী শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামে চারজন পুরনো রোগীর আবার করোনা পজেটিভ এসেছে।

এ নিয়ে চট্টগ্রাম নগর ও জেলায় গতকাল শনিবার রাত পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগী ৭১৬ জনে এসে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন এবং মারা গেছেন ৩২ জন।

নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার, নগর পুলিশের ছয় সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন।

গতকাল শনিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৫০৪টি। এরমধ্যে বিআইটিআইডিতে ২২১টি, সিভাসুতে দুই দিনে ১৮৩টি, চমেকে ৯১টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে বিআইটিআইডিতে চট্টগ্রামের ২৮ জন, সিভাসুতে ১২ জন এবং চমেকে ৩৫ জন রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা