kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

নারায়ণগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ৭৪, মৃত্যু ১

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মে, ২০২০ ১২:২১ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ৭৪, মৃত্যু ১

নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন ব্যক্তির সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় মোট ছয় হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ছয়শ নয়জনের ফলাফলে পজিটিভ এসেছে। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬১ জনের আর সুস্থ হয়েছেন তিনশ ৮৬ জন। 

মন্তব্যসাতদিনের সেরা