kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

করোনা সচেতনতায় বশেমুরবিপ্রবি সদস্যদের কার্টুন

অনলাইনে ব্যতিক্রমী প্রচারণায় কালের কণ্ঠ শুভসংঘ (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০২০ ১০:২০ | পড়া যাবে ২ মিনিটেঅনলাইনে ব্যতিক্রমী প্রচারণায় কালের কণ্ঠ শুভসংঘ (ভিডিওসহ)

‘ওই আনিকা কি রে এখানে বসে কি করিস? চল ঘুরে আসি।

আনিকা: না এখন বাসা থেকে বের হওয়া একদমই উচিত না। সবাই এখন বাসায় থেকে নিজেকে, পরিবারকে এবং দেশকে নিরাপদ রাখা উচিত তাই আমি লকডাউন আছি। ’

এমন ভাষ্য নিয়েই ব্যতিক্রমী এক সচেতনামূলক কার্টুন নির্মাণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।

বিজ্ঞাপন

করোনাভাইরাস সংক্রমণের এই প্রাক্কালে সকলকে ঘরে থাকতে অনুপ্রাণিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন।

শুভসংঘের সদস্য ইরতিজা মুশতাক ও ইজাজুর রহমানের রচনায় কার্টুনটি নির্মাণ করেন জান্নাতুল ওয়াছেক। কার্টুনটিতে শব্দ শিল্পী হিসেবে ছিলেন হাসিব আল ফাহাদ ও ইরতিজা মুশতাক। কার্টুনটি পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক ইজাজুর রহমান।

ভিডিওটি দেখুন নিচে-

এ বিষয়ে কালের কণ্ঠকে ইজাজুর রহমান বলেন "আমরা এত জোরে দৌড়াচ্ছিলাম যে আমরা থামতে ভুলে গিয়েছিলাম৷ পেছনে ফিরে জীবনের হিসাব নিকাশ মাপা, পরিবারকে সময় দেয়া, আমার চারপাশের মানুষের ভালো থাকা- এগুলো ভুলতে বসেছিলাম। করোনা আমাদেরকে এই সময়টা দিয়েছে। এ ধরনের চিন্তা থেকেই এমন একটি কার্টুন বশেমুরবিপ্রবি শুভসংঘকে সাথে নিয়ে করা৷ উদ্দেশ্য একটাই, সবার ভালো থাকাকে একটু প্রশমিত করা যায় যদি। চিন্তার পরিবর্তন ঘটানো যায়। "সাতদিনের সেরা