kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

নোবিপ্রবিতে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি    

৭ মে, ২০২০ ১৪:১৯ | পড়া যাবে ১ মিনিটেনোবিপ্রবিতে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনাভাইরাসের (কভিড-১৯) নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ এর ৫ম তলায় মাইক্রোবায়োলজি বিভাগে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সংরক্ষিত মহিলা আসনের এমপি (কুমিল্লা) কাজী সেলিনা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মমিনুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ল্যাবটিতে লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী এই তিন জেলার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কমকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।সাতদিনের সেরা