kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

করোনার মানচিত্রে নতুন জেলা হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি   

১১ এপ্রিল, ২০২০ ১৩:৪০ | পড়া যাবে ২ মিনিটেকরোনার মানচিত্রে নতুন জেলা হবিগঞ্জ

করোনা আক্রান্ত জেলার তালিকায় এবার যুক্ত হলো হবিগঞ্জের নাম। এর আগে সিলেট ও মৌলভীবাজারে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছিলো। তবে হবিগঞ্জে করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। পেশায় মাইক্রোবাস চালক ওই ব্যক্তি  গত বুধবার রাতে ১৫ জন তৈরী পোষাক কারখানার শ্রমিককে নিয়ে নারায়ণগঞ্জ থেকে জেলাটিকে আসেন।  

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মেডিক্যাল টেকনোলজিস্ট ইমতিয়াজ তুহিন বলেন, ‘বুধবার রাতে গাড়ী চালক ওই ব্যক্তিসহ ১৬ জনকে আটক করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার আমরা তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করি। ১৬ জনকেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। শনিবার সকালে একেজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।’

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামিমা বলেন, ‘হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৩৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। যে রোগীর রিপোর্ট পজেটিভ হয়েছে তার সাথে থাকা ৫ জনের নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।’

এদিকে জেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক গার্মেন্ট শ্রমিক নারায়নগঞ্জ থেকে ফিরেছেন। তবে এখনও সবাইকে হোম কেয়ারেন্টিন নিশ্চিত করা হয়নি। আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫ জন, বানিয়াচংয়ে ১০ জন এবং হবিগঞ্জ শহরের চার জনকে নিজেদের বাড়ীতে ১৫ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।’ সাতদিনের সেরা