kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

পোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিলেন না

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২০ ১৮:১৪ | পড়া যাবে ১ মিনিটেপোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিলেন না

সিরাজগঞ্জের তাড়াশে জ্বর,শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে মারা যাওয়া পোশাক শ্রমিক করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ এসেছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম।

স্বজনরা জানান, ঢাকা থেকে ১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফেরেন পোশাক শ্রমিক। তাড়াশের মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের বাড়িতে পৌছে তার প্রচন্ড গলা ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।
করোনাভাইরাস আক্রান্তের সাথে উপসর্গের মিল থাকায় ৬ এপ্রিল দুপুরে স্বজনরা পোশাক শ্রমিককে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা না দিয়ে ক্লিনিক কতৃপক্ষ তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে রোগী মৃত্যুর ঘটনায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য বিভাগ নানা সতর্কতামূলক পদক্ষেপ নেয়। মারা যাওয়া ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

মন্তব্যসাতদিনের সেরা