kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি   

১০ এপ্রিল, ২০২০ ১৭:০২ | পড়া যাবে ২ মিনিটেশিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

যশোরের বাঘারপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আবু জাফর মোল্যা (৬৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদি হয়ে বাঘারপাড়া থানায় মামলা দয়ের করেছেন। 

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই শিশু আবু জাফরের ভাইজি জামাইয়ের দ্বিতীয় পক্ষের মেয়ে। তারা একই বাড়িতে বসবাস করে আসছে। গত শনিবার রাতে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আবু জাফর। বিষয়টি বাড়ির লোকজন জানতে পারলেও লোক লজ্জার ভয়ে এতদিন বিষয়টি গোপন রাখে। এক পর্যায়ে মেয়েটি নিজেই পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানালে বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদি হয়ে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯/১ ধারায় মামলাটি গ্রহণ করে থানা পুলিশ। সূত্র জানায়, মাস তিনেক আগেও আবু জাফর মেয়েটিকে ধর্ষণ করেছিল। তখন বিষয়টি পরিবারের লোকজন জানতেন না।
  
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আবু জাফরকে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার কাজ চলছে। 

মন্তব্যসাতদিনের সেরা