kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

শাজাহানপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ১২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেশাজাহানপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত একটি ট্রাকচাপায় বেলাল হোসেন (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আড়িয়া বাজার ও নয়মাইল মাঝাামাঝি এলাকা ফুলতলা সিপি কম্পানির সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মৃত সামাদ আলী মোন্নার পুত্র।

নিহতের স্বজনেরা জানান, বেলাল হোসেন ভ্যান চালিয়ে জীবন-যাপন করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভ্যানে কলা বোঝাই করে নয়মাইল হাটে নামিয়ে দিয়ে ফিরছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোটেম্পোর সাথে ধাক্কা লেগে মহাসড়কে মাঝে ভ্যানসহ উল্টে পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয় বেলাল। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা