kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

কাজিপুরের ইউএনও

‘মনে রাখবেন, এটাই সময় মানবতা দেখানোর’

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ০৮:২৬ | পড়া যাবে ১ মিনিটে‘মনে রাখবেন, এটাই সময় মানবতা দেখানোর’

দেশব্যাপী চলমান করোনাভাইরাসে ক্ষয়-ক্ষতির মোকাবেলায় দুস্থদের পাশে থাকতে বিত্তবানদের আহবান জানিয়েছেন কাজিপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী। 

বুধবার তিনি “ইউএনও কাজিপুর” ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। তিনি সেখানে সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন“ এই মহামারি করোনা ভাইরাসের সময় আপনারা কাজিপুর উপজেলার অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াতে চাইলে ০১৭৩৩৩৩৫০২৮ এই নম্বরে যোগাযোগ করুন। মনে রাখবেন, এটাই সময় মানবতা দেখানোর। এটাই সময় মানুষের পাশে দাঁড়ানোর।” 

পোস্ট করার পরে অনেকেই কমেন্টস করে কাজিপুরের ইউএনওকে প্রকৃত মানবদরদী কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, “ অনেকেই সহায়তা করতে চায় কিন্তু প্লাটফরম পায়না। আবার অনেকে এলোমেলোভাবে কিছু ত্রাণ দিতে আসে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টকর হয়। এ কারণে আমি এই পোস্ট দিয়ে আহবান জানিয়েছি। এতে করে সরকারি ত্রাণের পাশাপাশি তাদের ত্রাণও সঠিকভাবে বিতরণ সম্ভব হবে।”

মন্তব্যসাতদিনের সেরা