kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

কিশোরগঞ্জে সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ০৫:৩২ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জে সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জীবন (১৯) নামে যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরার লাউতরি গ্রামে এ ঘটনা ঘটে। জীবন ওই গ্রামের মোতালিবের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির সীমানা নিয়ে ওই গ্রামের খাইরুলের সঙ্গে প্রতিবেশি রফিকুলের বিরোধ ছিল। এসব নিয়ে মঙ্গলবার তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে বুধবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জীবন গুরুতর আহত হয়। মুর্মূষু অবস্থায় কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আহতদের মধ্যে সাইফুলের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাদের হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা