kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

কালের কণ্ঠ অনলাইন   

৯ এপ্রিল, ২০২০ ০৩:০৫ | পড়া যাবে ১ মিনিটেভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

বরিশালে অসাবধানতাবশত ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সীমা আক্তার রিতা নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সীমা গৌরনদী উপজেলার চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খানের মেয়ে।

বাবা শহীদুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি যোগে বরিশাল থেকে উজিরপুরের উদ্দেশে রওনা দেন সীমা। পথিমধ্যে উজিরপুর উপজেলার দোয়ারিকা-শিকারপুর ব্রিজের ঢালে নামার সময় অসাবধানতাবশত ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা।

মন্তব্যসাতদিনের সেরা