kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

সুনামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টফেরত যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি   

৮ এপ্রিল, ২০২০ ১৯:৪১ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টফেরত যুবকের মৃত্যু

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ওই যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ দেখতে আসা দোয়ারাবাজার উপজেলা সদরের মাঝেরগাঁয়ের দুই স্বজন পরিবারকেও লকডাউনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওই যুবকের পাড়া লকডাউন করা হয়েছে।

স্থানীয় লোকজন স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানান, ২২ বছর বয়সী ওই যুবক নরসিংদীতে একটি ইটভাটার শ্রমিক ছিলেন। গত কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। ওষুধ খাওয়ার পর ওই যুবকের জ্বর কমলেও মঙ্গলবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের লোকজন স্থানীয় গ্রাম্য ডাক্তারদের পরামর্শে ওষুধ খাওয়ান। অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। পরে রাত সাড়ে ৮ টায় ওই যুবকের মৃত্যু হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনিয়া সুলতানা জানান, জেলা প্রশাসকের নির্দেশে বক্তারপুর গ্রামসহ দোয়ারাবাজারের দুটি বাড়িকে লকডাউন করা হয়েছে। নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে। সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিভাগের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা