kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

অপ্রয়োজনে ঘোরাঘুরি, জরিামানায় মুক্তি

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৮ এপ্রিল, ২০২০ ০১:১১ | পড়া যাবে ১ মিনিটেঅপ্রয়োজনে ঘোরাঘুরি, জরিামানায় মুক্তি

যশোরের অভয়নগরে অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরির দায়ে ১০ জনকে জরিমানা করে মুক্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম এ জরিমানা করেন।  

আদালত সূত্র জানায়, হেলমেটবিহীন ও অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে ঘোরাঘুরির দায়ে আয়াতুল্লাহ, রাসেল, আসলাম, হৃদয়, হাসান, শংকর, মতিন, রিংকু, হাসিবুর ও মেহেদী হাসানকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ ও ৯২ ধারায় পাঁচশত টাকা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া দুপুরে আদালত উপজেলার মশরহাটী গ্রামের পরশ ময়দা মিল ও আল হিকমা স্পিনিং মিলে অভিযান চালায়। এ সময় দুটি মিলের শ্রমিক-কর্মচারীদের জন্য করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমাণ্যের দায়ে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা