kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

রায়পুরায় প্রথম করোনা রোগী শনাক্ত, পাঁচ গ্রাম লকডাউন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি   

৮ এপ্রিল, ২০২০ ০০:৫৯ | পড়া যাবে ২ মিনিটেরায়পুরায় প্রথম করোনা রোগী শনাক্ত, পাঁচ গ্রাম লকডাউন

নরসিংদীর রায়পুরায় মো. রফিকুল মিয়া (৩৯) নামে এক ব্যক্তি করানোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের মো. আব্দুল মালেক মিয়ার ছেলে। এ ঘটনায় তার পরিবারে বাকি সদস্যেদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ঘটনায় রায়পুরা উপজেলা প্রশাসন শাহপুরসহ আশেপাশের আরো পাঁচটি গ্রাম লকডাউন করেছে।

রফিকুল নারায়গঞ্জে একটি ঔষধ কম্পানিতে চাকরি করতে। তিনি শনিবার (৪ এপ্রিল) নরসিংদীর রায়পুরাতে আসেন। মঙ্গলবার তিনি শ্বাসকষ্ট রোগ নিয়ে নরসিংদী হাসপাতালে যাওয়ার পর তার দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

রাতেই শাহপুর গ্রামে যান রায়পুরা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুর কাদির।

এ ব্যাপারে রায়পুরা করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শফিকুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগীকে নরসিংদী আইসোলেশন নেওয়ার প্রস্তুতি চলছে। শাহপুর গ্রামসহ আশেপাশের আরো ৫টি গ্রাম লকডাউন করা হয়েছে। তিনি আরো বলেন, তার পরিবারের সদস্যসহ সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

মন্তব্যসাতদিনের সেরা