kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

বেকার অসহায় কুলিদের পাশে ময়মনসিংহ পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৭ এপ্রিল, ২০২০ ১২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেবেকার অসহায় কুলিদের পাশে ময়মনসিংহ পুলিশ সুপার

কাজ আছে, আয় আছে। কাজ নাই তাই আয়ও নেই। পেশায় কুলি এমন শ্রমজীবীদের যখন খেয়ে না খেয়ে সময় যাচ্ছিল, তখন এদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। আজ মঙ্গলবার পুলিশ সুপার দুই শতাধিক কুলিদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। 

জেলা পুলিশ সূত্র জানায়, করোনা সংকটের পর থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শ্রমজীবী গোষ্ঠিগুলোর তালিকা তৈরি হচ্ছে। এরপর প্রতিদিনই এসব শ্রমজীবী অসহায়দের মাঝে তালিকা করে খাদ্যসামগ্রী তোলে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দেওয়া হয় নগরের বেকার হয়ে যাওয়া কুলিদের খাদ্যসামগ্রী। 

এর আগে কুলি শ্রমিক নেতৃবৃন্দের সহায়তার ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন অসহায়, অসুস্থ, কাজহীন কুলিদের তালিকা করে তাদের কাছে স্লিপ বিতরণ করেন। মঙ্গলবার সকালে তালিকাভুক্ত দুই শতাধিক অসহায়, অসুস্থ কুলি শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। খাদ্য বিতরণ কালে পুলিশ সুপার কুলিদের ঘরে থাকার কথা বলেন। তিনি বলেন কেউ না খেয়ে থাকবে না। সরকার আন্তরিক এবং সরকার অসহায়দের পাশে আছে। 

মন্তব্যসাতদিনের সেরা