kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

অসহায় মানুষের কল্যাণে

লেখাপড়ার খরচ পৌর তহবিলে দান করলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২০ ২২:২০ | পড়া যাবে ১ মিনিটেলেখাপড়ার খরচ পৌর তহবিলে দান করলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ময়মনসিংহের গফরগাঁওয়ে টিফিন ও পড়ালেখার খরচ বাচিয়ে মারণঘাতি করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের কল্যাণে গঠিত পৌর তহবিলে দান করেছেন ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী তামান্না তাজিন হিমি।

আজ রবিবার বিকালে পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের হাতে এই সহায়তা তুলে দেন তিনি।

পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, আমাদের নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সার্বিক সহায়তা ও নির্দেশে বিশ্ব মহামারী করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন অসহায় প্রায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছি। এ লক্ষে গঠিত পৌর তহবিলে নানা শ্রেণি-পেশার মানুষ দান করছেন।

প্রসঙ্গত, তামান্না তাজিন হিমি পৌর আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন কালু ও সংরক্ষিত কাউন্সিলার পারভীন আক্তারের মেয়ে।

মন্তব্যসাতদিনের সেরা