kalerkantho

বুধবার । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৭  মে ২০২০। ৩ শাওয়াল ১৪৪১

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর

সেই মালতী রাণীর পাশে রংপুরের এসপি বিপ্লব

পীরগাছা (রংপুর) প্রতিনিধি   

৪ এপ্রিল, ২০২০ ০৪:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসেই মালতী রাণীর পাশে রংপুরের এসপি বিপ্লব

রংপুরের পীরগাছায় সেই ভিক্ষুক মালতী রানীর পাশে দাঁড়িয়েছে রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার। শুক্রবার রাত ১১টায় তার প্রতিনিধি হিসেবে পীরগাছা থানার ওসি মালতী রাণীর বাড়িতে ত্রাণ পৌঁছে দেন।

বৃহস্পতিবার ‘সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না’ শিরোনামে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সংবাদটি রংপুরের এসপি বিপ্লব কুমার সরকারের দৃষ্টিগোচর হয়।

পরে রাতেই তার প্রতিনিধি হিসেবে পীরগাছা থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মালতী রাণীর বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন এসআই রেজাউল করিম রেজা ও এএসআই মাসুদার রহমান, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম ইকবাল ও সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার মিশ্র প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা