kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

করোনা আতঙ্কে অজ্ঞাত লাশের পাশে নেই কেউ, দাফন করল পুলিশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ২১:৪৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনা আতঙ্কে অজ্ঞাত লাশের পাশে নেই কেউ, দাফন করল পুলিশ

পথের ধারে পড়ে আছে এক অজ্ঞতা বৃদ্ধ (৬০)। উপরে উড়ছে মশা-মাছি, প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে কেউ পাশেও যাচ্ছিল না, আশপাশের লোকজনেরা বলাবলি করছিলো হবে কোনো এক পাগল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্ণফুলী থানা পুলিশ। দেখে বুঝা যাচ্ছে মারা গেছে প্রায় কয়েক ঘন্টা আগে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল তিনটায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফাজিলখার হাটের দক্ষিণ পাশে সড়কের ধারে। বিষয়টি নিশ্চিত করেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ নাছির।

তিনি আরো জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে দেখি লোকটির লাশ পড়ে আছে। করোনাভাইরাসের আতঙ্কে এগিয়ে আসছে না কোন লোকও। তখন সব ভয় দূর করে দেখলাম লোকটি মারা গেছে অনেক আগে। শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন। অনেক চেস্টা করেও পাওয়া যায়নি পরিচয়। সবাই বলেছিলো পাগল। অবশেষে পুলিশ সদস্যদের সহযোগিতার দাফন করলাম স্থানীয় একটি কবরস্থানে।

মন্তব্যসাতদিনের সেরা