kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আত্রাই-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ১৭:৪০ | পড়া যাবে ১ মিনিটেআত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে অমৃত কুমার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অমৃত ওই গ্রামের শংকর কুমারের ছেলে।

জানা গেছে, ওই দিন দুপুরে অমৃত তার নানার সঙ্গে পুকুরের পানিতে ঘাষ পরিষ্কার করছিল। এ সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা। শাহাগোলা ইউনিয়নের চেয়াম্যান শফিকুল ইসলাম বাবু জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে আমি যাচ্ছি।  

মন্তব্যসাতদিনের সেরা