kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

ক্ষুধার্ত চা শ্রমিকদের পাশে হবিগঞ্জের এসপি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   

৩১ মার্চ, ২০২০ ২৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেক্ষুধার্ত চা শ্রমিকদের পাশে হবিগঞ্জের এসপি

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের শতাধিক চা শ্রমিকের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার সবচেয়ে দূরবর্তী সীমান্ত এলাকা রেমা চা বাগানের খেয়া ঘাটে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। গত ৬ মার্চ থেকে মালিক-শ্রমিক সংঘর্ষের পর বাগানটিতে কাজ বন্ধ রয়েছে।

তাছাড়া করুনা ভাইরাসের কারণে দেশবাসী যখন ঘরবন্দি, কেটে খাওয়া মানুষ যখন ঘরে বসে ধুকছেন, ঠিক তখন তাদের মুখে আহার তুলে দিচ্ছেন হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লাহ।
তিনি বলেন, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই। এত সম্পদ দিয়ে কি হবে, আপনার পাশের মানুষটি যদি ক্ষুধার্ত থাকে।

তিনি ক্ষুধার্তদের পাশে বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি তদন্ত চম্পক দাম ও সংবাদকর্মীরা।

মন্তব্যসাতদিনের সেরা