kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে লোহাগাড়ার যুবকের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

৩১ মার্চ, ২০২০ ২১:১১ | পড়া যাবে ২ মিনিটেসৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে লোহাগাড়ার যুবকের মৃত্যু

সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. হাসান (৩৮)। তিনি লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিন চাকফিরানি দূর্লভের পাড়ার মো. লিয়াকত আলী ছেলে। সোমবার বিকালে (সৌদি আরবের সময়) মদিনার উহুদ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রবাসী হাসানের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রবাসীর ছোট ভাই মো. হেলাল উদ্দিন বলেন, ২০০০ সালের শেষের দিকে আমার বড় ভাই সৌদি আরবে যান। শুরু থেকে মদিনায় একটি বোরকার দোকানে চাকরি করতেন। সৌদি আরবে যাওয়ার পর থেকে তিনি ৭-৮ বার দেশে এসেছিলেন। সর্বশেষ গত দেড় বছর আগে দেশে এসেছিল। হেলাল উদ্দিন আরো জানান, গত এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে আমার ফুফাতো ভাই মো. রফিক ফোন করে বড় ভাই হাসানের অসুস্থতার কথা জানান। এরপর থেকে তাদের কারো সাথে কোন ধরনের যোগাযোগ করতে পারিনি। দুপুরের দিকে ফুফাতো ভাই রফিক ফোন করে জানান, বড় ভাই হাসান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
সৌদি আরব থেকে মোঃ হাসানের ফুফাতো ভাই মো. রফিক মুঠোফোনে জানান, জ্বর ও সর্দি-কাশি নিয়ে 
হাসান গত ২০ মার্চ মদিনার আল মিকাত হসপিটালে ভর্তি হন। সেখানে ভর্তির ৩ দিন পর ডাক্তাররা জানান হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে মদিনার উহুদ হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকালে হাসান মারা যান।

তিনি আরো জানান, আল মিকাত হসপিটালে করোনা সনাক্ত হওয়ার পর উহুদ হসপিটালে নেয়ার বিষয়টি আমি জানতাম। মৃত্যুর বিষয়টি আমি জানতাম না। আমাদের কফিল মঙ্গলবার সকালে ফোন করে আমাকে জানিয়েছেন। তার লাশ কখন কোথায় দাফন করা হবে সেই বিষয়ে এখনো কিছু বলেননি।

লোহাগাড়ার বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ জানান, সৌদি আরবের মদিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমার ইউনিয়নের চাকফিরানি দূর্লভের পাড়ার এক যুবক মারা যাওয়ার বিষয়টি তার পরিবারের কাছে শুনেছি।

মন্তব্যসাতদিনের সেরা