kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

'আর কতদিন পর সাহায্য পাব?'

রাহাদ সুমন, বানারীপাড়া থেকে   

৩১ মার্চ, ২০২০ ১৯:০২ | পড়া যাবে ১ মিনিটে'আর কতদিন পর সাহায্য পাব?'

নাম অমৃত, বয়স প্রায় ৭৮। বর্তমানে বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন। পেশা হাটে-বাজারে ও বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করা। শারীরিক প্রতিবন্ধী সুপর্ণা (১০) নামের এক নাতনিকে সঙ্গে নিয়ে তার পথচলা। সাহায্যের আশায় মঙ্গলবার সকালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় বাজার এলাকায় বেরিয়েছিলেন তিনি। তবে নাতনিকে সঙ্গে আনেননি, সবকিছু বন্ধ তাই। 

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শাহে আলম সরদারের ছোট্ট খুপড়িঘরে ভাড়ায় বসবাস তার। সংসার জীবনে একটি ছেলে আছে, নাম মুকুঞ্জ। পেশা নদী-খালে মাছ শিকার। জালে মাছ বাঁধলে ভাত খায় আর না পেলে মায়ের ভিক্ষার টাকায় কোনোমতে সংসার চলে যায় তাদের। 'পেট তো লকডাউন মানে না'। আর লকডাউন সেটা কি ভালোভাবে বুঝতে পারেন না অমৃত। 

এ প্রতিবেদকের সঙ্গে দেখা হলে অনেক সময় পর্যন্ত বুঝিয়ে বলার পরে চলে গেলেন। তবে যাবার বেলায় বলে গেলেন, বাবাগো অনেকদিন অইছে সবকিছু বন্ধ আর কয়দিন বন্ধ অইলে (থাকলে) মুই সাহায্য পামু। কেউতো আমাগো কোনো খোঁজখবর রাহে না। তুমি যেন কোথায় লেহ, সেখানে একটু মোর জন্য সাহায্যের কথা লেইখো।

মন্তব্যসাতদিনের সেরা