kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

খুলনায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ আজ শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ০৯:৩৮ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ আজ শুরু

খুলনায় করোনাভাইরাস শনাক্তে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে প্রশাসন। এর আগে আজ ভিডিও কনফারেন্সে ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ সোমবার ল্যাব টেকনোলজিস্টরা কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ শুরু করবেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শীঘ্রই করোনা শনাক্তকরণের কিট খুলনায় এসে যাবে বলে জানান তিনি।

করোনাভাইরাস সতর্কতায় খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা আইসোলেশন চালুর জন্য ইতোমধ্যে ৩০টি বেড বসানো হয়েছে। আরো ৭০টি বেড আনা হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে ওই হাসপাতালে করোনা আইসোলেশন চালু হবে।

মন্তব্যসাতদিনের সেরা