kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

শার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমাম নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ০৯:০২ | পড়া যাবে ১ মিনিটেশার্শায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমাম নিহত

যশোরের শার্শা উপজেলার আমলা এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫৫)।

রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক শার্শার বাগুড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে এবং তিনি বাগআঁচড়া মসজিদের ইমাম।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব মণ্ডল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা