kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

করোনাভাইরাস সচেতনতায় গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত ম্যাজিস্ট্রেট

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০২০ ০৮:১৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস সচেতনতায় গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত ম্যাজিস্ট্রেট

করোনাভাইরাসে জনসচেতনতার দায়িত্ব পালনের সময় যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান (৩৪) আহত হয়েছেন।

গতকাল রবিবার বিকেলে উপজেলার গদখালী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

ডা. নাজিব হাসান ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত রয়েছেন।

জানা গেছে গতকাল বিকেলে করোনা মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশের একটি টিম নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কয়েকটি এলাকা ঘুরে ঝিকরগাছার গদখালী বাজার মোড় থেকে একটু সামনে সড়কের পাশে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।

পরে তাকে উদ্ধার করে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতে নাজিব হাসানের ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে গেছে। এছাড়া মাথায় ও পিঠেও কিছুটা আঘাত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা