kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

পেট্রল পাম্পে আগুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি   

২৮ মার্চ, ২০২০ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটেপেট্রল পাম্পে আগুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সালামতপুর গ্রামে অবস্থিত ইস্টার্ণ ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানীয় লোকজন সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ ফজল মিয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়-ক্ষতি বেশি হয়নি। যে অকটেন মেশিন আগুনে পুড়েছে তার দাম হবে ১ লাখ টাকা। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

মন্তব্যসাতদিনের সেরা