kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

সীতাকুণ্ডে ট্রাকচাপায় শিশু নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি   

২৮ মার্চ, ২০২০ ১২:২৬ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ডে ট্রাকচাপায় শিশু নিহত

সীতাকুণ্ডে রডবোঝাই ট্রাক চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে উপজেলার বড়কুমিরা ঘাটঘর জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তিথি দাস (৬)। সে  সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুমিরা ঘাটঘর এলাকার কৃষ্ণ দাসের মেয়ে। 

ঘটনার পর ঘাটঘরমুখী রডবোঝাই ট্রাকটি এলাকাবাসী আটক করে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি ও চালক আটক আছে। 

আটক ট্রাকের চালকের নাম মো. নিজাম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার জালালাবাদ বুলগাঁ এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা