করোনাভাইরাস নিয়ে নানা রকম সতর্কতার পাশাপাশি টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন সড়কে ছেটানো হচ্ছে জীবানুনাশক পানি। বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুর অফিসের উদ্যোগে খোলা ট্রাকে পানি ভর্তি ট্যাংকি উঠিয়ে তারা পৌরসভার বিভিন্ন সড়কে ছেটানো হয়।
বিøচিং পাউডার মিশ্রিত পানি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মির্জাপুর শহরের বিভিন্ন এলাকায় যান। পুরাতন বাসস্ট্যান্ড, মেইন রোড, মসজিদ রোড, কলেজ রোড, হাসাপাতাল রোড, জহোরবাড়ি মোড়সহ বিভিন্ন সড়কে এ জীবানুনাশক পানি ছিটানো হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, উপ-প্রকৌশলী এনামুল কবির রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে পৌর এলাকার গুরুত্বপুর্ন সড়কে প্রতিদিন সকাল-বিকেল জীবানুনাশক মিশ্রিত ৪ হাজার লিটার পানি ছিটানো হবে বলে উপ-প্রকৌশলী এনামুল কবির জানান।
মন্তব্য