kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

শরণখোলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিপিই বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ২২:০১ | পড়া যাবে ১ মিনিটেশরণখোলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পিপিই বিতরণ

বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ‘ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ’ (পিপিই) সরবরাহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চিকিৎসক, পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের মাঝে ১৩৫ সেট পিপিই বিতরণ করা হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, করোনা পরিস্থিতির মধ্যে পেশাগত দায়িত্ব পালনের সময় নিজেকে সুরক্ষিত রাখতে পিপিই সরবরাহ করা হয়। উপজেলা পরিষদের অর্থায়নে এসব উপকরণ কেনা হয়েছে। প্রয়োজনে পিপিইসহ করোনা প্রতিরোধে আরো সুরক্ষা উপকরণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা