kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন মুক্ত ১৫০

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ    

২৬ মার্চ, ২০২০ ২২:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন মুক্ত ১৫০

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৮৫৮। অন্যদিকে আগে থেকে কোয়ারেন্টিনে থাকা ১৫০ জন মুক্ত জীবনে ফিরেছেন।

সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। সকলেই আছেন সতর্কতামূলক পর্যবেক্ষনে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

করোনাভাইরাস সংক্রমনরোধে ওষুধের দোকান ব্যাতিত অন্যসব দোকান, হোটেল রেস্তরা, সাপ্তাহিক হাট, সমাবেশ ও গণপরিবহন বন্ধ ঘোষনা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এতে করে শহরে সমাগম অনেক কমে গেছে। ইতিমধ্যে বন্ধ রয়েছে পাবলিক পরিবহন। স্থানীয়ভাবে অনেকে অটোসহ রিক্সায় চলাচল করছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া জনগনকে দূরত্ব বজায় রেখে চলতে বাধ্য করছে পুলিশ। শহরের অলিগলিতে নেই কোনও আড্ডা। 

মন্তব্যসাতদিনের সেরা