kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

চমেকে জীবাণুনাশক পানি ছিটালেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ মার্চ, ২০২০ ২০:৫১ | পড়া যাবে ১ মিনিটেচমেকে জীবাণুনাশক পানি ছিটালেন চসিক মেয়র

করোনাভাইরাস ঠেকাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক ও নালা-নদর্মায় জীবাণুনাশক পানি (ব্লিচিং পাউডার) ছিটালেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতালের পূর্ব গেইট থেকে এ কার্যক্রম শুরু হয়।

গতকাল বুধবার নগরীর কয়েকটি সড়কেও মেয়র নাছির জীবাণুনাশক পানি ছিটান। এভাবে নগরীর বিভিন্ন সড়কে চসিক উদ্যেগে করোনাভাইরাস ঠেকাতে ব্লিচিং পাউডার দিয়ে পানি ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে করপোরেশন থেকে জানানো হয়। 

বৃহস্পতিবার সকালে হাসপাতালের পূর্ব গেইট থেকে শুরু হয়ে হাসপাতাল এলাকা এরপর আশপাশের বিভিন্ন সড়কেও মেয়র জীবাণূনাশক পানি ছিটান।

মেয়র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিংসহ নানামুখী প্রচারণা চলছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা-বাড়ি থেকে বের হবেন না।

মন্তব্যসাতদিনের সেরা