kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

চট্টগ্রামে আটজনের নমুনা সংগ্রহ, তিনজনের রিপোর্ট ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ মার্চ, ২০২০ ২০:৩৮ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রামে আটজনের নমুনা সংগ্রহ, তিনজনের রিপোর্ট ঢাকায়

প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা শুরুর পর তিনজনের রিপোর্ট ঢাকার ফৌজদারহাটের (বিআইটিআইডি) বাংলাদেশ ইনস্টিট্উিট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস থেকে ফলাফল পাঠানো হয়। এ ছাড়া বৃহস্পতিবার আরও পাঁচজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে কক্সবাজার থেকে তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। সবমিলে গত দুইদিনে বিআইটিআইডিতে আটজনের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। চট্টগ্রামে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হলেও এর রিপোর্ট আইইডিসিআর থেকে জানানো হবে বলে বিআইটিআইডি মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ডা. শামীম আহমেদ জানান।

কালের কণ্ঠকে তিনি বলেন, আজ বৃহস্পতিবার বিকালে আমরা তিনজনের রিপোর্ট ঢাকায় (আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তর) পাঠিয়েছি। সেখান থেকে জানানো হবে করোনাভাইরাস পজেটিভ নাকি নেগেটিভ। 

তিনি জানান, আমাদের কাছে এখন পাঁচজনের নমুনা সংগ্রহ আছে। এগুলো আগামীকাল পরীক্ষা করার পর রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। 

গত মঙ্গলবার পর্যন্ত আইইডিসিআরে চট্টগ্রাম থেকে ১৫ জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। এরমধ্যে যেসব রিপোর্ট বিআইটিআইডি হাতে পেয়েছে তার সবগুলো নেগেটিভ অর্থাৎ কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়। গত বুধবার ঢাকা থেকে কিট আসার পর গতকাল থেকে করোনাভাইরাস পরীক্ষা বিআইটিআইডিতে শুরু হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা