শেষ পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন এগিয়ে এসেছে শহরটিতে জীবানুনাশক পানি ছিটানোর কাজে। করোনাভাইরাস শুরু হবার পর থেকেই শহরবাসী দাবি জানিয়ে আসছিল এই ছোট্ট পর্যটন শহরটিকে জীবানুমুক্ত করার কাজে এগিয়ে আসতে। কিন্তু সরকারি, বেসরকারি এবং শায়ত্বশাষিত কোনো প্রতিষ্ঠানই একাজটি করার জন্য এগিয়ে আসেনি।
অবশেষে করোনাভাইরাস জীবাণুর সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জীবাণুনাশক তরল ওষুধ ছিটানোর মাধ্যমেই এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক নিজ হাতে শহরের কয়েকটি স্থানে জীবানুনাশক স্প্রে করে শহরবাসীকে উদ্বুদ্ধ করেন।
কক্সবাজারকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে একটি বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, শহরে ও বিভিন্ন উপজেলায় জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু হয়েছে। দেশের এ ক্রান্তিলগ্নে বৈশ্বিক মহামারী ভয়াবহ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগিয়ে আসার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য