নীলফামারী কারাগারের বন্দিরা প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে ফোনে কথা বলতে পারবেন। মহান স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার দুপুরে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন ও ওই করাগারের জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, নীলফামারীতে এই সুবিধা আগে ছিল না। সুবিধা তৈরি হওয়ায় বন্দিরা সপ্তাতে এক দিন করে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন।
মন্তব্য