পাবনার চাটমোহরে পৃথক দুটি ঘটনায় এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নে মালেকা খাতুন (৪৫) নামের এক নারী বিদ্যুৎস্পর্শে নিহত হয়। সে ওই গ্রামের নাইমুদ্দিনের স্ত্রী।
অপরদিকে বুধবার সন্ধায় উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মাসুদুর রহমান (৩৩) নামের এক যুবক পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে এবং মৃগী রোগে ভুগছিলেন।
অপমৃত্যু দুটির বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য