kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

জ্বর-জন্ডিসে মৃত্যু কিশোরের : করোনা সন্দেহে কোয়ারেন্টিনে পরিবার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

২৬ মার্চ, ২০২০ ১৬:২৭ | পড়া যাবে ১ মিনিটেজ্বর-জন্ডিসে মৃত্যু কিশোরের : করোনা সন্দেহে কোয়ারেন্টিনে পরিবার

বান্দরবান জেলার আলীকদম পূর্ব পালং পাড়ায় জ্বর ও জন্ডিসে ভুগে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর পর করোনা সন্দেহে ওই বাড়ির অন্য সবাইকে হোম কোয়ারেন্টিনে এবং বাড়িটিকে 'লকডাউন' করে দেওয়া হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন কালের কণ্ঠকে জানিয়েছেন, আমি মনে করি না করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তার মৃত্যু হয়েছে। এরপরও ওই কিশোরকে নিরাপদ ব্যবস্থায় (প্রটেক্টিভ ওয়েতে) দাফন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেছেন, এই বাড়ির কেউ বিদেশে যাননি বা কেউ আসেনও নি। তবুও এলাকাটি আলীর সুড়ঙ্গ যাওয়া-আসার পথে হওয়ায় বহিরাগত পর্যটকদের সংস্পর্শেআসার আশংকা রয়েছে।

কক্সবাজারে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার রাত থেকে আলীকদম উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা