kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

চট্টগ্রাম নগরীর সব রাস্তায় জীবাণুনাশক ছিটাবে ফায়ার সার্ভিস

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০২০ ১৪:৪৩ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগরীর সব রাস্তায় জীবাণুনাশক ছিটাবে ফায়ার সার্ভিস

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের রাস্তাঘাটসহ জনসমাগম হয়- এমন সব এলাকায় পর্যায়ক্রমে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের সিনেমা প্যালেস থেকে এ পানি ছিটানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পর্যায়ক্রমে সম্পূর্ণ শহরে এ কাজ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

এ বিষয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লাসহ আশপাশের এলাকায় পানি ছিটানো হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা