kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

ঝালকাঠিতে কঠোর অবস্থানে প্রশাসন, শুরু সেনা টহল

ঝালকাঠি প্রতিনিধি   

২৬ মার্চ, ২০২০ ১৩:৫৫ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠিতে কঠোর অবস্থানে প্রশাসন, শুরু সেনা টহল

করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ঝালকাঠিতে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান, জরুরি সেবাপ্রদানকারী দপ্তর ব্যতীত সকল সরকারি-বেসরকারি অফিস এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় পুলিশি টহল বজায় রয়েছে। দুজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। 

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে বাসায় থাকার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছে সেনাবাহিনীর টহলদল। জনসমাগম বিচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা টহল দিচ্ছেন। অযথা বাইরে বের হলে ও মাস্ক না পরলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়ে মাইকিং করছে সেনারা। গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত নতুন দুজনসহ বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ১২৫ জন। 

মন্তব্যসাতদিনের সেরা